AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান


সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ দাবির অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট সরিষাবাড়ী কার্যালয়ে এ অভিযান চালায়।

জানা গেছে, দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ বিভিন্ন কার্যক্রমে ঘুষ দাবিসহ অনিয়ম ও হয়রানির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুদকের জামালপুর জেলা কার্যালয়ের একটি টিম অংশ নেয়।

তারা সরেজমিনে গিয়ে সেবাপ্রার্থী, দলিল লেখক, সাব-রেজিস্ট্রার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংগ্রহ করেন।

অভিযান শেষে সংগৃহীত রেকর্ড ও অভিযোগপত্র বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

উপজেলা সাব-রেজিস্ট্রার মহসিন উদ্দিন আহমেদ বলেন,“সারা দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে দুদকের অভিযান চলছে। সেই ধারাবাহিকতায় সরিষাবাড়ীতেও টিমটি আসে এবং বিভিন্নজনের সঙ্গে কথা বলেন।”

দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন,“জমির দলিল নিবন্ধনের প্রক্রিয়ায় ঘুষ ও অনিয়মের অভিযোগেই অভিযান পরিচালনা করা হয়। রেকর্ড সংগ্রহ করা হয়েছে, যা বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

এই অভিযান সংশ্লিষ্ট সরকারি দফতরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

 


একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!