AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় কোস্ট গার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা


মোংলায় কোস্ট গার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলার প্রত্যন্ত অঞ্চলের দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিল আমেরিকান দূতাবাসের একটি মেডিকেল টিমও।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে মোংলার জয়মনিরঘোল এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি উপস্থিতদের মাঝে শাড়ি, গেঞ্জি ও জামাকাপড় বিতরণ করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান জানান, “বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এইসব মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।”

তিনি আরও বলেন, “চিকিৎসা সেবার পাশাপাশি মৎস্যজীবীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা এবং নৌযান ও নৌপথে নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।”

চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন আমেরিকান দূতাবাসের সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্টের পরিচালক রায়ান রে এবং এসএসজি ইউএসবি টেলর চেজ টিলার। এছাড়া স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ এই আয়োজনে উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!