জাতীয় মহিলা সংস্থার “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন” প্রকল্পের আওতায় জামালপুরের সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে প্রকল্পটির সরিষাবাড়ী শাখা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মামুন হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-
বিজনেস প্রশিক্ষক কাজী ফিরোজ হোসেন
ইন্টেরিয়র ডিজাইন প্রশিক্ষক আশিক পাঠান
ক্যাটারিং প্রশিক্ষক মনিরা ইয়াসমিন
সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম
সাধারণ সম্পাদক তৌকির আহমেদ হাসু
সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর
এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৩০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ ভাতা বাবদ চেক বিতরণ করা হয়। প্রশিক্ষণে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিংসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :