জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মা মঞ্জিলা বেগম জিরা (৬৫) কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার চর নাওভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ এপ্রিল সকালে জামালপুর পৌর শহরের চন্দ্রা এলাকায় নিজ বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মঞ্জুরুল ইসলাম ছুরিকাঘাত করে মাকে হত্যা করে। এসময় গাছ ব্যবসায়ী ফরিদ মন্ডলকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে সে।
পরে নিহতের ছোট ছেলে জীবন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশ জামালপুরসহ আশপাশের জেলায় অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার ভোরে গৌরিপুর উপজেলার চর নাওভাঙ্গা থেকে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানিয়েছে, মঞ্জুরুলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ঘটনার পেছনের তথ্য অনুযায়ী, মঞ্জিলা বেগম নিজের চোখের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে গাছ ব্যবসায়ী ফরিদ মন্ডলের কাছে ১৬ হাজার টাকায় নিজ বাড়ির তিনটি গাছ বিক্রি করেন এবং আগাম ৯ হাজার টাকা গ্রহণ করেন। ১৫ এপ্রিল সকালে ফরিদ মন্ডল ও তার লোকজন গাছ কাটতে এলে বড় ছেলে মঞ্জু বাধা দেয়। সে মাকে বলে, গাছগুলো আরও বেশি দামে বিক্রি করা যেত। এনিয়ে মা-ছেলের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উত্তেজিত মঞ্জু ফরিদ মন্ডলকে ছুরিকাঘাত করে এবং তাকে বাধা দিতে গেলে মাকে ছুরিকাঘাতে হত্যা করে।
স্থানীয়রা আহত ফরিদ মন্ডলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই মঞ্জু পালিয়ে যায়। তবে পুলিশের সক্রিয় তৎপরতায় অবশেষে ধরা পড়ে সে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :