AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে কৃষকের ৩০ শতক জমির সবজি গাছ কেটে দিল দুর্বৃত্তরা


রায়গঞ্জে কৃষকের ৩০ শতক জমির সবজি গাছ কেটে দিল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কৃষকের সবজি খেতে হামলা চালিয়ে ৩০ শতক জমির চাল কুমড়া, মিষ্টি কুমড়া ও শশার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া বেনীমাধব এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওমর ফারুক জানান, দুই মাস আগে জমিতে সবজি চাষ শুরু করেছিলেন। ইতোমধ্যে কিছু ফসল বিক্রিও করেছেন। সকালে জমিতে গিয়ে দেখেন, সব গাছ কেটে ফেলা হয়েছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পূর্ব শত্রুতার জেরেই কেউ এই ন্যক্কারজনক কাজ করে থাকতে পারে বলে ধারণা তার।

এ ঘটনায় হতবাক এলাকাবাসীও। স্থানীয় বাসিন্দা ইসহাক আলী, আব্দুস সামাদ, আলম হোসেন ও মুজ্জাম্মেল হক জানান, এর আগেও বিলধামাই এলাকায় একই ধরনের ঘটনায় একজনকে হাতেনাতে ধরা হয়েছিল। তারা দাবি করেন, পূর্ব বিরোধের জেরেই এমন ক্ষতিসাধন করা হয়ে আসছে। এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

চান্দাইকোনা ইউনিয়নের ইউপি সদস্য মো. রুহুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিন্দনীয়। থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান (আসাদ) জানান, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!