ফরিদপুরের সদরপুরে সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন মোঃ সিদ্দিকুর রহমান (৪৫)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সদরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। সিদ্দিকুর রহমান ঠাকুরগাঁও জেলার রাজাগাঁও ইউনিয়নের খালপাড়া গ্রামের মৃত সোলেমান রহমানের পুত্র।
সিদ্দিকুর রহমান গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে নিজেকে স্বর্ণের বার (Gold Bar) মালিক বলে পরিচয় দিয়ে তা বিক্রির কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। স্বর্ণের লোভে পড়ে অনেকে তার ফাঁদে পা দেন।
সদরপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ প্রক্রিয়ায়। আরও কেউ এ প্রতারণার সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :