ঝালকাঠির রাজাপুরে বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইভা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৪:১০ এ ইভার বাবা আলমগীর হাওলাদার (৬৮) এ মৃত্যু বরন করে। ১৭ (এপ্রিল) সকাল ১০টায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন বাবার লাশ ঘরে রেখে ইভা। বিষয় টি নিয়ে এলাকাতে ও ইভার সহপাঠীদের মধ্যে শোকের মাতম বয়ে চলছে।
ইভা উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম গালুয়া স্কুল এন্ড কলেজ এর মানবিক শাখার একজন এসএসসি পরীক্ষার্থী।
পশ্চিম গালুয়া স্কুল এন্ড কলেজের প্রাধন শিক্ষক বলেন, ইভা আমাদের স্কুলের শিক্ষার্থী বাবার লাশ রেখেও সে পরীক্ষায় অংশ নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় ও হৃদয়বিদারক ঘটনা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০:৩০ এর দিকে জানাযা শেষে গালুয়া ইউনিয়নের হাসপাতাল রোডের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে আলমগীর হাওলাদারের দাফন সম্পন্ন হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :