পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিশাত (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন মুরসালিন (১৮) ও সোহেল রানা বাপ্পি (২৫) নামে দুইজন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী নিউমার্কেট ডাহুক ব্রীজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আহতের উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
নিহত নিশাত একই ইউনিয়নের ডাঙ্গী কালদাসপাড়া গ্রামের আমির হামজার ছেলে। আহত মুরছালিন একই এলাকার মজনু মিয়ার ছেলে৷ আহত অপর মোটর সাইকেল আরোহী সোহেল রানা বাপ্পি ভজনপুর ইউনিয়নের ডাঙাপাড়া এলাকার তছলিম উদ্দিনের ছেলে৷
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত নিশাত মোটরসাইকেলে চাচাতো ভাই মুরসালিনসহ শালবাহান বাজারে যাচ্ছিলেন। ডাহুক ব্রীজ এলাকায় পৌঁছালে ওপরদিক শালবাহান বাজার থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এটে তারা ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে নিশাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দিকে গুরুত্বর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করে।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারেক হোসেন বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় নিশাত নামের একজনের মৃত্যু হয়েছে। দুজন আহত হয়েছে। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া দুই মোটরসাইকেলের মুখোঁমুখি সংঘর্ষে একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :