AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
১০:৪৭ এএম, ১৮ এপ্রিল, ২০২৫
যশোরে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র  আটক

যশোরে সহপাঠী এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যশোর এমএম কলেজের ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের ছাত্র আফনান তাহসিন স্বপ্নীলকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে তাকে আটক করা হয়। স্বপ্নীল বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আজমত আলীর ছেলে।

ভুক্তভোগী তরুণী একই কলেজের শিক্ষার্থী। কোতোয়ালি থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, লেখাপড়ার সুবাদে তিনি যশোর শহরের একটি মেসে থাকেন এবং সেখানেই স্বপ্নীলের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে আরও বলা হয়, গত ৪ এপ্রিল রাতে স্বপ্নীল তাকে ফোন করে জানায় তার মা গুরুতর অসুস্থ এবং বাসায় কেউ নেই। মানবিক কারণে পরদিন সকালে ভুক্তভোগী বেনাপোলে গিয়ে স্বপ্নীলের বাসায় ওঠেন। রাত ১১টার দিকে স্বপ্নীল নিজ রুমে নিয়ে তাকে দুইবার ধর্ষণ করে।

পরদিন বিষয়টি স্বপ্নীলের মাকে জানালে তিনি মানসম্মানের ভয় দেখিয়ে চুপ থাকতে বলেন এবং আশ্বস্ত করেন, বিয়ে হবে বলে চিন্তার কিছু নেই।

তবে ১০ এপ্রিল আবারও স্বপ্নীল তার রুমে ডেকে নিয়ে বলে, আগের ঘটনাগুলোর ভিডিও রেকর্ড রয়েছে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। এরপর ফের ধর্ষণ করে।

১৫ এপ্রিল ভুক্তভোগী স্বপ্নীলের মেসে গিয়ে বিয়ের দাবি জানালে স্বপ্নীল ও মেস মালিকসহ কয়েকজন মিলে তাকে মারধর করে তাড়িয়ে দেয়।

এরপর তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ হালদার জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে স্বপ্নীলকে আটক করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

 


একুশে সংবাদ/এ.জে

Shwapno
Link copied!