ফরিদপুরে সেনাবাহিনীর অফিসার সেজে প্রতারণা করা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ৩টার দিকে সেনাবাহিনীর ১৫ আর ই ব্যাটালিয়নের সহায়তায় মো. আমিনুল ইসলাম আপন (৩৭) নামের এই প্রতারককে আটক করা হয়।
গ্রেফতার আমিনুল ইসলাম পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচ পুংলি গ্রামের মৃত আলেফ মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিজেকে "মেজর আমিনুল" পরিচয়ে পরিচয় দিয়ে ফেসবুকে যোগাযোগ শুরু করেন মধুখালী উপজেলার এক ২৮ বছর বয়সী তরুণীর সঙ্গে। পরিচয় পর্বের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর অভিযোগ, গত রমজান মাসে আমিনুল তার কাছ থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নেন, যা পরে আর ফেরত দেননি।
পরবর্তীতে আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণী আমিনুলকে ফরিদপুরে ডেকে আনেন এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন।
সেনাবাহিনীর সহায়তায় প্রথমে ফরিদপুর থানা পুলিশ আমিনুলকে হেফাজতে নেয় এবং পরে তাকে মধুখালী থানায় হস্তান্তর করে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রতারণার আরও ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/ফ.প/এ.জে
আপনার মতামত লিখুন :