আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের লক্ষ্য নিয়ে যে কাজ করবে, সেই প্রার্থীকে ভোট দিবেন ভোটাররা। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার।
শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর বাইতুল মোকাররম বাংলাদেশ দাবা ফেডারেশন জাতীয় ক্রিয়া পরিষদ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ।
নির্বাচনে ১৭ টি পদের বিপরীতে সভাপতি পদে ০৩ জন প্রার্থী, সহ-সভাপতি পদে ০৬ জন, সাধারণ সম্পাদক পদে ০৩ জন, যুগ্ম-সম্পাদক পদে ০৬ জন, কোষাধ্যক্ষ পদে ০৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ০৩ জন, দপ্তর সম্পাদক পদে ০৩ জন, প্রচার সম্পাদক পদে ০৩ জন এবং সদস্য পদে ২১ জন প্রার্থী সহ মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২২৫৭ জন।
নির্বাচনে তিনটি প্যানেলে সভাপতি পদে মোঃ আবু সুফিয়ান শাকিল, মোঃ আলমাছুর রহমান ও মোহাম্মদ এনায়েত হোসেন, সহ সভাপতি পদে মোঃ আফানুর আবেদীন, মোঃ আসাদুজ্জামান, গাজী মোস্তাফিজুর রহমান, মোঃ মনজুর আলম, সোহেল চৌধুরী এবং সৈয়দ মাহবুবুর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাসুদ, মেহেদী হাসান পরাগ ও মোঃ শওকত বিন ওসমান শাওন, যুগ্ম সম্পাদক মোঃ আবদুল মালেক, মোঃ আসিফুর রহমান, মোঃ ইকবাল হোসেন, মোঃ নুরুজ্জামান, মোঃ রাহী মাসুদ এবং শেখ মোঃ খায়রুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম, কাজী জেরিন তাসনীম ও কাজী তাহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম হোসেন, মোহাম্মদ শামীম এবং সাজ্জাদ হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ, এ এফ এম মাহফুজুল হক ও শাহজাহান কবীর, প্রচার সম্পাদক এস এম স্মরণ, টুটুল ধর এবং দেওয়ান মাহমুদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়াও সদস্য পদে আকতার উদ্দিন, মোঃ আজিজুল হাসান, কাজী আব্দুল্লাহ শাকিল, মোঃ আবু সাঈদ, ইপসা আজাদ, মোঃ হাসান ইমাম, মোহাম্মদ ফরহাদুর রহমান, মোঃ মছব্বির আলী, মোহাম্মদ হাফিজুর রহমান, এমদাদুল কবির চৌধুরী, মোঃ রবিউল হোসেন, রিয়াসাত-ই-নূর, মোঃ নাসির উদ্দিন (অপু), জাঁ-নেসার-ওসমান, এফ এম শরফাতুল ইসলাম, রেশমা আলম, মোহাম্মদ মাইনুল হক, মোঃ ফারুক হোসেন, মার্টিন.টি.বিশ্বাস, জাহাঙ্গীর কবির মুকুল এবং সাবিকুন নাহার তনিমা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার। দূর দূরান্ত থেকে ভোটাররা ভোট দেওয়ার জন্য এসেছে, সবার সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। মিলন মেলায় পরিনত হয়েছে পুরো নির্বাচনী এলাকা। নির্বাচনে যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই এসোসিয়েশন অব চেস প্লেয়ার্সদের উন্নয়নে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই এসোসিয়েশন অব চেস প্লেয়ার্সদের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সকল চেস প্লেয়ার্সদের সুখ-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
নির্বাচন সুষ্ঠু হচ্ছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার হারুন অর রশিদ জানান, সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে
আপনার মতামত লিখুন :