ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামের বৃদ্ধ আবেদ আলী (৭০) হত্যা মামলার আসামি মো.মাহাবুবুর রহমান মাছুদ (৪৫) কে ঢাকাস্থ উত্তরা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ-১৪ র্যাবের একটি আভিযানিক দল।
আসামি মো. মাহাবুবুর রহমান মাছুদ উপজেলার বালিখাঁ ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামের মো.মজিবুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ঢাকাস্থ উত্তরা থানাধীন এলাকা থেকে মো.মাহাবুবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে তারাকান্দা থানায় হস্তান্তর করে র্যাব।
পুলিশ সূত্রে জানা গেছে,গত ২৩ ফেব্রুয়ারি ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হন বালিখাঁ ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামের বৃদ্ধ আবেদ আলী। পরের দিন স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেনের ফিসারিতে দেখা মিলে আবেদ আলীর হাত-পা বাঁধা মরদেহ। পরে নিহতের মরদেহ উদ্ধারের পর থানায় আবেদ আলীর মেয়ে বাঁদি হয়ে একটি হত্যা মামলা নং-১৮ দায়ের করেন। এর ধারাবাহিকতায় মাছুদকে গ্রেফতার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান একুশে সংবাদ ডট কম-কে জানান, ক্লু-লেস হত্যাকান্ডটির ছায়াতদন্ত করে র্যাব ও থানা পুলিশ। হত্যাকান্ডটির মোটিভ উদ্ধারের পর এখন পর্যন্ত চারজন আসামিকে গ্রেফতার করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।হত্যা মামলার আসামি মাছুদকে ১৮ এপ্রিল (শুক্রবার) বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :