চীন সরকারের অর্থায়নে নির্মিতব্য ১ হাজার শয্যা বিশিষ্ট চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে বিক্ষোভ অবস্থান কর্মসুচি পালন করেছে সাধারণ মুসল্লীরা।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) জুম্মার নামাজের পর পঞ্চগড় জেলার সর্বস্থরের সাধারণ মুসল্লীবৃন্দের ব্যানারে শহরের শেরে বাংলা পার্ক চৌরঙ্গীমোড়ে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা।
এর আগে জুম্মার নামাজের পর দলমত নির্বিশেষে সহস্রাধিক মুসল্লী জুম্মা নামাজের পরে বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে চৌরঙ্গীমোড়ে জমায়েত হন।
এসময় বঞ্চিত এ জনপদের অবহেলিত চিকিৎসা সেবার নানা সমস্যা তুলে ধরে চীনের অর্থায়নে ১ হাজার শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি জানান।
একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন অবস্থান কর্মসুচিতে।
কর্মসূচিতে বিভিন্ন মসজিদের খতিবদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাজেদুর রহমান, শাহিনুল ইসলাম, হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন, লিয়াকত আলী ও ময়নুল ইসলাম এবং মুসল্লিদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন রণিক ও তোফায়েল প্রধান।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :