নিখোঁজের ৯ দিন পর অবশেষে সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন জামালপুরের সরিষাবাড়ী থানার মানবিক ওসি মো. চাঁদ মিয়া। শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মাতা মলেহা বেগমের হাতে তুলে দেওয়া হয় অটিস্টিক কিশোর সাব্বির হোসেনকে (১৫)।
জানা যায়, উপজেলার পিংনা ইউনিয়নের ১৪৭ নম্বর বারইপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল হক স্কুলের মাঠে সাব্বিরকে ঘোরাঘুরি করতে দেখেন। কথা বলে বুঝতে পারেন, সে হারিয়ে গেছে। বিষয়টি তিনি সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়াকে জানান।
পরে মানবিক ওসি সাব্বিরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ছবির মাধ্যমে মলেহা বেগম তার হারানো ছেলেকে শনাক্ত করেন এবং থানায় যোগাযোগ করেন। তবে অর্থাভাবে ছেলেকে নিতে আসার সামর্থ্য না থাকায় বিষয়টি ওসিকে জানান। তখন ওসি চাঁদ মিয়া যাতায়াতের সব খরচ বহনের আশ্বাস দেন।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরিষাবাড়ী থানায় এসে তিনি তার হারানো সন্তানকে ফিরে পান।
মলেহা বেগম জানান, গত ১০ মে সকালে ছেলেকে খাবার দিয়ে তিনি অন্যের বাড়িতে কাজে যান। ফিরে এসে আর ছেলেকে খুঁজে পাননি। পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে সন্তানকে খুঁজে পান এবং ওসি চাঁদ মিয়ার সহায়তায় ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন। ছেলেকে ফিরে পেয়ে তিনি থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, "সাব্বিরকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি পুলিশের একটি গর্বের মুহূর্ত। আইনশৃঙ্খলা রক্ষা ছাড়াও আমরা মানবিক দায়িত্ব পালনে সদা সচেষ্ট।"
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :