নাটোরের লালপুরে চাঁদা না পেয়ে এক যুবককে মারধর ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোলাম কিবরিয়া কাজল (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া বাজার সংলগ্ন নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল রাতে নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে গোলাম কিবরিয়া কাজলের কাছে অস্ত্র ঠেকিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি নিয়ে কাজলের মা স্থানীয়ভাবে অভিযোগ জানালে তারই জের ধরে শুক্রবার দুপুরে মনি সরদার ও তার সহযোগীরা কাজলকে মারধর করেন।
এ সময় স্থানীয়রা এগিয়ে এলে মনি সরদার প্রকাশ্যে গুলি চালান। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি। মারধরে আহত কাজলকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মনি সরদার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে।
ঘটনার পর লালপুর থানা পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :