যশোর সদর উপজেলার ঘোড়াগাছায় অবস্থিত আফিল লেয়ার ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পুরো ফার্মজুড়ে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফার্মের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৩টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে এবং ৪টা ২৫ মিনিটে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রহমান জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আফিল লেয়ার ফার্মের কর্তৃপক্ষ জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :