AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্দরে মামা-ভাগ্নার বিরোধে এসএসসি পরীক্ষার্থীর হাতের কব্জি বিচ্ছিন্ন


বন্দরে মামা-ভাগ্নার বিরোধে এসএসসি পরীক্ষার্থীর হাতের কব্জি বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের বন্দরে মামা-ভাগ্নার পারিবারিক বিরোধ থেকে শুরু হওয়া একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ রূপ নিয়েছে সহিংসতা। এর শিকার হয়েছে এসএসসি পরীক্ষার্থী এক কিশোর, যার বাম হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পদুঘর দক্ষিণ কুলচরিত্র এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত কিশোর সাকিব হোসেন (১৬) মুছাপুর সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং মনির হোসেনের ছেলে। সে এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিকভাবে একটি বাড়ি নির্মাণের জন্য পুকুর থেকে পানি আনা হচ্ছিল। এ নিয়ে মামা ও ভাগ্নার মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে মামার পরিবারের লোকজন, বিশেষ করে বাদশা ও সুবল, সাকিব ও তার ভাই সাইদুল ইসলাম শাওনের ওপর হামলা চালায়।

এ সময় বাদশা শাওনের ওপর লোহার বেলচা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আহত ভাইকে তুলতে গেলে সাকিবের ওপর অতর্কিত হামলা চালায় সুবল, যার হাতে ছিল একটি ধারালো দাঁড়ালো বগি। সে বগি দিয়ে সাকিবকে এলোপাতাড়ি কোপ দিলে তার বাম হাতের তিনটি আঙুল ঝুলে যায়।

স্থানীয়রা দ্রুত সাকিব ও শাওনকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

সাকিবের মা জানান, "আমার ছেলে এসএসসি পরীক্ষায় মাত্র তিনটি পরীক্ষা দিতে পেরেছে। বাকিগুলো আর দিতে পারবে কি না জানি না। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত অনিককে গ্রেপ্তার করেছে।

বন্দর থানার ওসি জানান, "ঘটনার তদন্ত চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!