এসো মিলি প্রাণের টানে বন্ধুত্বের আহ্বানে এই স্লোগানকে সামনে রেখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেইসবুক গ্রুপ ৮/১০ এর উদ্যোগে সারাদেশের ১৬শ’ বন্ধুদের নিয়ে এক সাথে যেন মিলন মেলায় মেতেছে এসএসসি ২০০৮ ও এইচএসসি- ২০১০ ব্যাচ বন্ধুরা।
শুক্রবার (১৮ এপ্রিল) দিন ব্যাপী নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে ৩নং সেক্টরে সী-শেল পার্কে বন্ধুদের সাথে মিলন মেলায় বসে তারা।
অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন মুন, রাজু আহমেদ,রাশেদুল ইসলাম,হিরু আহমেদ শাওন, কে এ রনি, বিটল, কাবিলা, রোহান, সোয়েব,নীরব,রোহান প্রমুখ।
সারাদেশের বন্ধুদের দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে বলে একটা ফেসবুক গ্রুপের মধ্যে দিয়ে আমাদের সকলের পরিচয় সরাসরি দেখা হয়ে অনেক ভালো লেগেছে আমাদের স্কুল ও কলেজ জীবনের কথা মনে পরে গেছে,আমাদের এই গ্রুপের এক একজন বিভিন্ন পেশায় জড়িত এই গ্রুপের মাধ্যমে আমরা সকলের বিপদে সকলে এগিয়ে আসতে পারি সমাজের বিভিন্ন সামাজিক ভালো কাজে জড়িত হতে পারি আজকে নানান আয়োজনের মধ্য দিয়ে অনেক ভালো লেগেছে সামনে এর চেয়ে অনেক ভালো আয়োজন হবে এই আশা রাখেন তারা ।
মিলন মেলার দিন ব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলেন,দুপুরে খাওয়া-দাওয়া,পুরুষদের জন্য ফুটবল,মোরগ লড়াইসহ নানান খেলা। খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :