AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসে হাটের ইজারা পেয়ে ১০% খাজনা কমালেন যুবদল নেতা জসিম উদ্দিন মোল্লা


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৮:৫৬ পিএম, ১৮ এপ্রিল, ২০২৫
তিতাসে হাটের ইজারা পেয়ে ১০% খাজনা কমালেন যুবদল নেতা জসিম উদ্দিন মোল্লা

কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের সৎমেহের বিবির  বাজারের খাজনা (টোল) আদায় হবে পূর্বের চেয়ে ১০% কম। সরকারি নিয়ম মেনেই সব করা হবে। অতিরিক্ত খাজনা আদায় করা হবে না বলে জানান বাজার কর্তৃপক্ষ। দূরদূরান্ত থেকে আসা খুচরা ব্যবসায়ীরা এতে আনন্দিত। পাশাপাশি ক্রেতা-বিক্রেতারা এই খবরে খুব খুশি। তারা চান কথা কাজের বাস্তবায়ন।

জানা যায়, সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার এই বাজারে হাট বসে। আর হাটের ইজারাদার জগতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ডেন্টিস্ট মোঃ জসিম উদ্দিন। কয়েক মাস আগে ১০ লাখ টাকায় সর্বোচ্চ মূল্যে অত্র বাজারের ইজারাদার হিসাবে তিনি ইজারা পেয়েছেন।

১৭ এপ্রিল বিকালে বাজারের দায়িত্ব বুঝে নিয়েই মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় শিকদার একতা ফাউন্ডেশনের অফিসেরও শুভ উদ্বোধন করা হয় সৎমেহের বিবির বাজারে।

তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মনিরুল হক তপন ভূইয়ার নির্দেশনায় আজকের অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত ছিলেন, শিকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তারেক শিকদার ও সভাপতি মোঃ সালাহউদ্দিন, জাপান প্রবাসী মো: ফরুক হোসেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সৎমেহের বিবির বাজারের ইজারাদার ও জগতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ডেন্টিস্ট মোঃ জসিম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজার কমিটির সভাপতি মতিন মুন্সি, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, রাজ্জাক শিকদার,  বেনজির আহমেদ বেনু, রুবেল সিকদার, মোক্তার হোসেন হাওলাদার, মারুফ হোসেন শিপলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ লুৎফর রহমান ও মোঃ রেজাউল প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী ইউসূফ,  মোঃ ফারুক হোসেন, রায়হান, বাবু, শান্তাব, কামরুল হাসান কালু ,সোহাগ ,রিয়াদ, রমিম ,নয়ন, ফয়েজ, সাইফুল, আমির হোসেন, মোস্তফা, নাছির ও রেজাউল প্রমূখ।

এর আগে গাজীপুর থেকে জসিম উদ্দিনের সমর্থকগোষ্ঠী এক বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আগত অতিথিদের বরণ করে নেন। পরে দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে বাজারের দায়িত্ব বুজে নেন ইজারাদার মো. ডেন্টিস্ট জসিম উদ্দিন মোল্লা।

এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৎমেহের বিবির বাজার জামে মসজিদের পেশ ইমাম আবু নাঈম।


একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!