শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া পশ্চিম পাড়া গ্রামের ঐতিহ্যবাহী বৈশা বিলে নির্মিত কাঠের সেতু উদ্বোধন করে হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সেতুটি উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
সেতুটি নির্মাণের ফলে বৈশা বিলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এখন নির্বিঘ্নে বিক্রি করতে পারবেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ খান নুন, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা নান্ডা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন শ্যামল, ইউপি সদস্য আব্দুল মুন্নাফ,ফারুক হোসেন, মোস্তফা,আবু হাসান,আল আমিন, ইউপি সদস্য হুসনা, শিউলিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :