ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ওবায়দুল্লাহ আনোয়ার ও আবু বকর মো: হাবিবুল্লাহ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান স্কুল মাঠে শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
কাকনী মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল হকের সভাপতিত্বে আর বক্তব্য রাখেন বিএডিসি সাবেক চেয়ারম্যান এ.এফ.এম হায়াতুল্লাহ, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ শাহীন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক ইমরান ও মিরাস উদ্দিন। কাকনী মডেল উচ্চ বিদ্যালয় দুই শিক্ষকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বিদায়ী সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। মঞ্চ থেকে ফুলেল শুভেচ্ছাসহ হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। নির্মাণ করা হয় গেইট ও লাল গালিচা,বিদ্যালয়ের প্রাঙ্গন ঘিরে তোলা হয় সুন্দর ডেকোরেশনে। সংবর্ধনার অনুষ্ঠান এক সময় ছাত্র/ছাত্রীসহ অশ্রæসিক্ত পুরো স্থানীয় এলাকাবাসী।
জানা গেছে,সহকারি শিক্ষক আবু বকর মোঃ হাবিবুল্লাহ ও মোঃ উবায়দুল্লাহ আনোয়ার, ১৯৯৫ সালে যোগদান করে দীর্ঘ ৩০ বছরের দীর্ঘ সময় জীবনে সততা আর নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছেন। সবার সঙ্গে গড়ে ওঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় এক সম্পর্ক। তাইতো বিদায়ের দিনে হাজির হন সকল প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার নানা পেশাজীবীর মানুষ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :