ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাসিবুল মোল্লা (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হাসিবুল ওই গ্রামের মৃত লিটন মোল্লার ছেলে। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং আগামী ২২ এপ্রিল তার ধর্ম বিষয়ের পরীক্ষা ছিল।
পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাসিব নিজ ঘরে পড়ালেখায় ব্যস্ত ছিল। তার মা বিউটি বেগম মাঝে মাঝে ছেলের রুমে গিয়ে খোঁজখবর নিচ্ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে তিনি ছেলেকে পড়তে দেখে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেলে আবার ছেলের ঘরে যান এবং দরজা বন্ধ দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় হাসিব গলায় গামছা পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলে আছে।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা বিউটি বেগম বলেন, “ভালোভাবে পড়তে বসেছিল, একটু পরেই তার লাশ পেলাম। মাঝেমধ্যে ওর ওপর বদজিনে আসর করত, হয়তো সেই কারণেই এমনটা করল।”
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পরিবার থেকে জানা গেছে, ছেলেটির মানসিক সমস্যা ছিল। সে তার ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।”
একুশে সংবাদ//ভা.ফ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :