কুমিল্লার মুরাদনগরে বাজার থেকে আনা পুঁটি মাছ কাটাকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন এক স্বামী। এরপর নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি স্বীকার করে আত্মসমর্পণ করেন তিনি। শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকার উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।
ঘাতক স্বামীর নাম বাছির উদ্দিন (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। নিহত স্ত্রী মৌসুমী আক্তার (২৯) কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাছির উদ্দিন একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় চাকরি করেন। আড়াই বছর ধরে তিনি উত্তর ত্রিশ গ্রামের আলাল মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থাকেন।
শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ বাজার থেকে পুঁটি মাছ কিনে বাসায় ফেরেন বাছির। মাছ কাটাকে কেন্দ্র করে তার স্ত্রী মৌসুমী উত্তেজিত হয়ে মাছ ছুঁড়ে মারেন স্বামীর দিকে। এতে রাগান্বিত হয়ে বাছির উদ্দিন স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনি নিজেই মুরাদনগর থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেন।
থানায় উপস্থিত হয়ে বাছির উদ্দিন জানান, নয় বছর আগে মৌসুমীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী যমজ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরেই স্ত্রী মৌসুমী তাকে মানসিকভাবে নির্যাতন করতেন। ঘটনার দিন উত্তেজনার বশবর্তী হয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটান। এটি কোনো পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড নয় বলে তিনি দাবি করেন।
ভাড়া বাড়ির মালিক আলাল মিয়া বলেন, "বাছির উদ্দিন আড়াই বছর ধরে আমাদের বাড়িতে থাকেন। তিনি আমাদের চোখে একজন ভদ্র মানুষ ছিলেন। তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ কখনও চোখে পড়েনি। এই ঘটনা মেনে নেওয়া কঠিন। হয়তো শয়তানের ধোকায় পড়ে সে এমন কাণ্ড ঘটিয়েছে।"
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, "শনিবার দুপুরে বাছির উদ্দিন থানায় এসে জানায় যে সে তার স্ত্রীকে হত্যা করেছে। প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও পরে আমরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক স্বামীকে হেফাজতে রাখা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান।"
একুশে সংবাদ//মু.কু.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :