AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে যুবকের রহস্যজনক মৃত্যু, দুর্ঘটনা বলে চালানোর অভিযোগে এলাকায় উত্তেজনা


সিংগাইরে যুবকের রহস্যজনক মৃত্যু, দুর্ঘটনা বলে চালানোর অভিযোগে এলাকায় উত্তেজনা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর পালপাড়া গ্রামের মঞ্জুরুল আলমের ছেলে সালাউদ্দিন (২৪)–এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, সালাউদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল সন্ধ্যায় চর চামটা গ্রামের মহিলউদ্দিনের ছেলে অনিক (২২), কদম আলীর ছেলে আরিফ (২১) এবং কেরানীগঞ্জ উপজেলার ইটাভারা গ্রামের সামসুলের ছেলে সুজন (২২) বিয়ের বাজার করার কথা বলে আনন্দ বাজারের জাবেদের দোকান থেকে সালাউদ্দিনকে ডেকে নিয়ে যায়।

রাত ১১টার দিকে অনিক ও আরিফ মোবাইল ফোনে সালাউদ্দিনের বাবা মঞ্জুরুল আলমকে জানান, সালাউদ্দিন একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পরদিন সকালে মঞ্জুরুল হাসপাতালে গিয়ে দেখেন, তার ছেলে আইসিইউতে চিকিৎসাধীন। বেলা ২টা ৪০ মিনিটে চিকিৎসার খরচ বহন করতে না পারার অজুহাতে অভিযুক্তরা মঞ্জুরুলের কাছ থেকে লিখিত সম্মতি নিয়ে সালাউদ্দিনকে আইসিইউ থেকে বের করে নিয়ে আসে। পথিমধ্যেই সালাউদ্দিনের মৃত্যু হয়।

পরদিন রাত ৮টার দিকে ময়নাতদন্ত ছাড়াই সালাউদ্দিনের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তিন দিন পর অনিকের বাড়ি থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্লেড দিয়ে কাটা জামাকাপড় উদ্ধার করে এলাকাবাসী। এসব প্রমাণ দেখে তারা হত্যার সন্দেহ আরও জোরালো করে তোলে।

স্থানীয় ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন বলেন, “অভিযুক্তরা তিনটি ভিন্ন স্থানে দুর্ঘটনার কথা বললেও এলাকাবাসী তদন্ত করে কোথাও দুর্ঘটনার কোনও প্রমাণ পায়নি।” তিনি দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ ব্যাপারে সিংগাইর থানার শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাসুদেব সিনহা বলেন, “পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন করা ঠিক হয়নি। প্রয়োজনে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্তমানে অভিযুক্তরা পলাতক, এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এই ঘটনার পেছনের প্রকৃত রহস্য উদঘাটন ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

 

একুশে সংবাদ//সি.মা.প্র/এ.জে

Shwapno
Link copied!