AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় বিএনপি নেতা ‘মকে’র ভাইয়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক


মান্দায় বিএনপি নেতা ‘মকে’র ভাইয়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে মন্ডলের বড় ভাই মনসুর রহমান মন্ডলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল গভীর শোক প্রকাশ করেছেন।

মনসুর রহমান মন্ডল মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোটবেলালদহ গ্রামের বাসিন্দা এবং মৃত ময়েজ উদ্দীন মন্ডলের ছেলে। তিনি গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে প্রসাদপুর মেডিকেল মোড় সংলগ্ন নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরদিন শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জোহর কয়াপাড়া কামাড়কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন—
কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনি, জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ও গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, মোজ্জামেল হক মকুল, সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন: আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, নওফেল আলী মন্ডল, অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, ডি.এম আব্দুল মালেক, অ্যাড. মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামশুল ইসলাম বাদল, কৃষকদলের সদস্য শাহিদুজ্জামান সোহান, আহ্বায়ক এমদাদুল হক সুলতান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ—গোলাম সরোয়ার স্বপন, সেলিম মোর্শেদ চৌধুরী, গোলাম মোস্তফা ও শহিদুল ইসলাম চৌধুরী।

মনসুর রহমান মন্ডলের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহলের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

 

একুশে সংবাদ//মা.ন.প্র//এ.জে

Shwapno
Link copied!