যশোরে ডিবি (গোয়েন্দা) পুলিশ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে কুখ্যাত কুদরত গ্যাংয়ের এক সক্রিয় সদস্য হৃদয় (২৮) কে আটক করা হয়েছে। আটক হৃদয় একাধিক হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং একটি খুনের মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল এ অভিযানে ডিবিকে সহায়তা করে। আটক হৃদয়ের বাড়ি যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে। তিনি মৃত ওহাব আলীর ছেলে।
যশোর কোতোয়ালি থানায় হৃদয়ের বিরুদ্ধে একাধিক হত্যা ও সন্ত্রাসবাদের মামলা রয়েছে বলে জানিয়েছেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভুঁইয়া। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসীকে খুঁজছিলাম। অবশেষে যৌথ অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়েছে।”
আটক হৃদয়কে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ//য.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :