AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“একাত্তরের রাজনীতি ভুল ছিল তাই চব্বিশ ঘটেছে” — শারমীন এস মুরশিদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৪ পিএম, ১৯ এপ্রিল, ২০২৫
“একাত্তরের রাজনীতি ভুল ছিল তাই চব্বিশ ঘটেছে” — শারমীন এস মুরশিদ

“একাত্তরের রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে”— এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শনিবার (১৯ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক স্মরণসভা ও চট্টগ্রাম নাগরিক পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শারমীন এস মুরশিদ বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করলেও, স্বাধীনতার পর বীর মুক্তিযোদ্ধাদের আমরা কাজে লাগাতে পারিনি। তাদের পুনর্বাসন, সুস্থতা বা সম্মানজনক জীবনের নিশ্চয়তা দিতে পারিনি। খালি হাতে, খালি পায়ে তাদের গ্রামে ফিরে যেতে হয়েছিল। পঞ্চাশ বছরেও দেশটা গড়ে উঠেনি। গণতন্ত্র, সাম্য, সমাজতন্ত্র ও ন্যায়বিচার— সবই আড়ালে রয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আমাদের রাজনীতির মধ্যে ত্রুটি ছিল— ভুল ছিল। সেই ভুল রাজনীতির ফলেই ২৪ ফেব্রুয়ারির মত ঘটনা ঘটেছে। রাজনৈতিক দলগুলোর সংস্কৃতিতে পরিবর্তন আসেনি। তরুণদের এই শিক্ষা নিতে হবে— পেছনের পচে যাওয়া প্রথাগুলো দিয়ে যদি নতুন রাজনৈতিক দল গড়তে চাও, তাহলে ভুল করবে।”

শারমীন এস মুরশিদ তরুণদের উদ্দেশে বলেন, “আদর্শের জায়গায় দাঁড়াতে হবে। ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো পথিকৃৎদের আদর্শ ও চিন্তা অনুসরণ করতে হবে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!