খুলনার গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আজ রবিবার সকালে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খুলনায় এটাই দলটির প্রথম প্রকাশ্য কর্মসূচি। এ মিছিলের ছবি ও ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বেশ কিছু নেতা–কর্মী হাতে ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছে। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। তারা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকে।
তবে এ বিষয়ে খুলনা জেলা আওয়ামী লীগের কোনো নেতা প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। দলের নেতারা নীরব ভূমিকা পালন করলেও, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘নির্দেশনা ছিল মিছিলে কোনো পরিচিত মুখ থাকবে না। তাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতা–কর্মীদের দিয়েই এই মিছিল করানো হয়েছে।’
স্থানীয় সূত্র জানায়, মিছিলটি মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়। হঠাৎ গাড়ি থেকে নেমে দ্রুত মিছিল করে নেতা–কর্মীরা এলাকা ত্যাগ করেন। এ সময় এলাকায় পুলিশ উপস্থিত থাকলেও মিছিলকারীদের কেউ ধরা পড়েনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, “সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ গাড়ি থেকে নেমে তারা ঝটিকা মিছিল করে দ্রুত চলে যায়। তখন রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। মিছিলের খবর জানার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়েছি। মিছিলকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”
হঠাৎ এ মিছিলকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, নিজেদের অবস্থান জানান দিতেই হয়তো দলটি এই ঝটিকা মিছিলের আয়োজন করেছে। তবে সাধারণ মানুষের মতে, তারা এই স্বৈরাচার আওয়ামী লীগকে আর কোনরকম সুযোগ দিতে চায় না। সাধারণ মানুষ প্রশাসনকে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :