নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে লামিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুলিশ গৃহবধূর স্বামী শাওন (২২) ও শ্বাশুড়ি ফাতেমা বেগমকে (৫৫) গ্রেপ্তার করেছে।
রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, চার বছর আগে রূপসী কাজীপাড়া এলাকার আমির হোসেনের মেয়ে লামিয়ার সঙ্গে একই এলাকার তারা মিয়ার ছেলে শাওনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে আরিয়ান নামে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
ওসি আরও জানান, বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজন লামিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। শনিবার (১৯ এপ্রিল) রাতে স্বামী ও শ্বাশুড়ির নির্যাতনের একপর্যায়ে লামিয়া ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী শাওন ও শ্বাশুড়ি ফাতেমাকে গ্রেপ্তার করে।
রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :