বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। জেলার নয় উপজেলার শিক্ষক প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে গোদাগাড়ী উপজেলার ডোমকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম আহ্বায়ক, তানোর উপজেলার মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউল ইসলাম শিশির যুগ্ম আহ্বায়ক এবং চারঘাট উপজেলার চককাপাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। এই কমিটি মোট ২৭ সদস্যের।
রবিবার (২০ এপ্রিল) রাজশাহীর পদ্মাপার্ডেন কফি বারে এক সভায় কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও প্রধান সমন্বয়কারী তাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ শফিকর রহমান।
কমিটির যুগ্ম আহ্বায়ক মতিউল ইসলাম শিশির জানান, আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বলেও তিনি জানান।
এ সময় জেলার নয় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :