বরিশালের বানারীপাড়ায় ধানের বস্তার নিচে চাপা পড়ে আল মাহমুদ (২.৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামে।
জানা গেছে, শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শিশুটির বাবা রাসেল মাঠ থেকে ঠেলাগাড়িতে মাড়াই করা ধান বস্তায় ভরে বাড়িতে নিয়ে আসছিলেন। এসময় শিশুটি বাবার সঙ্গে ছিল। পথে হঠাৎ ঠেলাগাড়ি উল্টে গেলে ধানের ভারী বস্তাগুলোর নিচে চাপা পড়ে যায় ছোট্ট আল মাহমুদ।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়। রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে আসে। পুত্র হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবা। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্রতিবেশীরাও।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :