গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে মো. সালাউদ্দিন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানান, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সর্বশেষ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :