শেরপুরে আব্দুল লতিফ (৫৫) নামে এক অটোচালককে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলার শ্রীবরদী সড়কের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজ সংলগ্ন ধানক্ষেতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের বাসিন্দা এবং তিনি চার সন্তানের জনক।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার সকালেও আব্দুল লতিফ তার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হন, কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যাত্রী সেজে কৌশলে তার অটো ভাড়া নিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।
সোমবার (২১ এপ্রিল) সকালে স্থানীয় পথচারীরা ধানক্ষেতের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম, সদর থানার ওসি জুবায়দুল আলম, ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তার বাবার মরদেহ শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত ছিনতাই ও হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :