AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে জমিদার নফর পাল চৌধুরীর সিংহ দুয়ারী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা
০১:৫৩ পিএম, ২১ এপ্রিল, ২০২৫
কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে জমিদার নফর পাল চৌধুরীর সিংহ দুয়ারী

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদা এলাকায় প্রায় তিন শতাব্দী ধরে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে জমিদার নফর চন্দ্র পাল চৌধুরীর স্মৃতি বিজড়িত ‘সিংহ দুয়ার’।

১৭৯৩ সালে ব্রিটিশ শাসনামলে লর্ড কর্নওয়ালিস ভূমি ব্যবস্থাপনায় ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রথা চালু করেন। সেই সময় ভারতের ২৪ পরগনার প্রভাবশালী ব্যক্তি শ্রী মধুসূদন চন্দ্র পালের একমাত্র পুত্র নফর চন্দ্র পাল চৌধুরী চুয়াডাঙ্গার নাটুদা, কার্পাসডাঙ্গা, মেমনগর, বাগোয়ান ও মেদনীপুর এলাকা চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে গ্রহণ করেন। তিনি নাটুদা অঞ্চলকে ‘সদর স্ট্রেট’ ঘোষণা করে জমিদারি প্রথা চালু করেন।

মানবিক জমিদার ও প্রজাবান্ধব শাসন:

নফর চন্দ্র পাল ছিলেন জনদরদী ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। হিন্দুপ্রধান এই এলাকায় মুসলমান প্রজা কম থাকলেও তিনি সবাইকে সমান চোখে দেখতেন। গরিব প্রজাদের জন্য তিনি খাজনা মওকুফ করতেন এবং দান করতেন আর্থিক অনুদান। তাঁর স্ত্রী রাধারাণী দেবীও ছিলেন শিক্ষানুরাগী ও মানবপ্রেমী।

শিক্ষাক্ষেত্রে অবদান:

প্রজাদের শিক্ষায় উৎসাহ দিতে জমিদার ভবনের উত্তর পাশে একটি খড়-কাঠের প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন নফর চন্দ্র পাল। স্ত্রী রাধারাণীর অনুরোধে প্রথমদিকে বিদ্যালয়ে টিফিন ব্যবস্থা চালু করেন, যা শিক্ষার্থীদের আগ্রহ বাড়ায়। পরে ১৯০৬ সালে স্ত্রীর নামে ‘রাধারাণী ইনস্টিটিউট’ নামে একটি বড় আকারের পাকা বিদ্যালয় গড়ে তোলেন। কলকাতা থেকে শিক্ষিত শ্রী নরেন্দ্র নাথ সিংহকে এনে প্রথম প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। বর্তমানে এটি ‘নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচিত।

দৃষ্টিনন্দন জমিদার বাড়ি ও স্থাপত্য ঐতিহ্য:

চারতলা বিশিষ্ট এল-আকৃতির সুবিশাল জমিদার ভবনটি ছিল একটি সুরক্ষিত প্রাসাদ। সামনে ছিল সিংহচিহ্ন সম্বলিত সুদৃশ্য প্রধান ফটক। ফটকের পাশে ছিল দুটি মন্দির, একটি পুকুর, আমবাগান, স্নানঘর, ঘোড়ার গোসলের পুকুর, পোস্ট অফিস ও বিনামূল্যে চিকিৎসার জন্য ডাক্তারখানা। জমিদার পরিবার এই স্থাপত্য নিদর্শনগুলোর মাধ্যমে প্রজাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছেন।

জমিদার পরিবারের উত্তরাধিকার ও হাওয়া ভবন:

নফর চন্দ্র পালের ছোট ছেলে ক্ষিতিশ চন্দ্র পাল উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান এবং টেমস নদীর তীরের একটি অট্টালিকা দেখে অনুরূপ একটি ভবন নির্মাণের অনুরোধ করেন। পিতা নাটুদা ও বোয়ালমারীর মাঝামাঝি ভৈরব নদীর তীরে সেই অনুরূপ ‘হাওয়া ভবন’ নির্মাণ করেন। ভবনটির সামনের ফুলের বাগানে দোলনচাঁপা, কামিনী আর হাস্নাহেনার গন্ধে মুখরিত হতো পরিবেশ।

জমিদারি বিলুপ্তির গল্প:

১৯৪৭ সালে দেশভাগ ও ব্রিটিশ শাসনের অবসানে জমিদারি প্রথার অবসান ঘটে। নাটুদা সদরসহ জমিদার বাড়ির প্রায় সবকিছুই কালের গর্ভে হারিয়ে যায়। তবুও জমিদার নফর চন্দ্র পাল চৌধুরীর সেই স্মৃতি বিজড়িত ‘সিংহ দুয়ার’ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ইতিহাসের নীরব প্রহরী হয়ে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!