AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন দিলো ছেলে


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০২:৫২ পিএম, ২১ এপ্রিল, ২০২৫
মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন দিলো ছেলে

নরসিংদীর মনোহরদীতে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সাথে ঝগড়া করে নিজ বাড়িতে আগুন দিয়েছে ছেলে। রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামের মো: কামাল মিয়ার ছেলে জুনায়েত (১৪) এই ঘটনা ঘটায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, লেবুতলা গ্রামের কামাল মিয়ার স্ত্রী ৩ বছর ধরে প্রবাসে থাকেন আর ছেলে জুনায়েত বাবার সাথে বসবাস করেন। এদিকে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে মিশে  মাদকাসক্ত হয়ে পড়ে জুনায়েত। পুরাতন একটি মোটরসাইকেল দিয়ে এলাকায় ঘুরাঘুরি করে সে। তারপরও নতুন একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার বাবাকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল জুনায়েত। কিন্তু তার বাবা নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ার কারণে এ নিয়ে গতকাল সকালে বাবার সাথে বাকবিতন্ডে জড়ায় সে।

এ ঘটনার জেরে দুপুরে বাড়িতে থাকা পোল্ট্রি খামারের সামনে আগুন দেয় সে। প্রতিবেশি রবি মাস্টার আগুন দেওয়ার ঘটনা দেখে চিৎকার দিলে জুনায়েত পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাথে সাথেই আগুন নিভিয়ে ফেলেন।  

এঘটনার পর সারাদিন আর বাড়ি ফিরেনি জুনায়েত। পরে সন্ধ্যা ৭টার দিকে ফাঁকা বাড়ি পেয়ে পুনরায় পোল্ট্রি খামারে আগুন দেয় জুনায়েত। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিভাতে স্বক্ষম হয় তারা। তবে ততক্ষনে পোল্ট্রি খামার, পাশে থাকা রান্নঘরসহ বসতঘরের একাংশ ভস্মীভূত হয়।

কামাল মিয়া জানান, আমার ছেলে জুনায়েত এলাকার কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে চলাফেরা করলেও মাদকাসক্ত ছিলনা। আগুনে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কামাল হোসেন।


মনোহরদী থানার এসআই মেহেদী হাসান জানান, এ  ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!