AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল


সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছে একদল নেতাকর্মী। সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। গত বছরের ৫ আগস্টের পর এই প্রথম সোনারগাঁয়ে আওয়ামী লীগের কোনো কর্মসূচি প্রকাশ্যে অনুষ্ঠিত হলো।

ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে একদল তরুণ সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন— ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, "নির্দেশ ছিল মিছিলে পরিচিত মুখ না রাখতে। তাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপেক্ষাকৃত অপরিচিত কর্মীদের নিয়েই মিছিল হয়েছে।"

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান বলেন, "সকালে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। পুলিশ বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তৎপরতা শুরু করে। মিছিলকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।"

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, রাজনৈতিক মাঠে নিষ্ক্রিয়তা কাটিয়ে ওঠার চেষ্টা হিসেবেই এই মিছিল সংগঠিত হতে পারে। তবে প্রশাসনের নজরদারির মধ্যেও এ ধরনের ঝটিকা কর্মসূচি নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!