“সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে গণশুনানি আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, “সরকারি অনেক কর্মকর্তা সৎ থাকলেও তারা অনেক সময় কাজ করার সুযোগ পান না। এটি কাম্য নয়। দূর্নীতিমুক্ত দেশ গড়তে নাগরিকদের সম্পৃক্ততা ও সহযোগিতা জরুরি।”
তিনি আরও বলেন, “প্রতিটি প্রকল্পে ঠিকাদার নয়, হতে হবে বাংলাদেশবান্ধব। আমাদের অনেক সমস্যাই দীর্ঘমেয়াদি নয়—আমরা চাইলে তাৎক্ষণিক সমাধান সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী।
এ গণশুনানিতে লালমনিরহাটে কর্মরত ৩৩টি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০৬টি অভিযোগ জমা পড়ে। সেবা গ্রহণকারীরা এসব অভিযোগ সরাসরি উত্থাপন করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে। বেশ কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন কমিশনের কর্মকর্তারা।
গণশুনানির মূল উদ্দেশ্য ছিল:
সেবা প্রদানের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা।
দুর্নীতির অভিজ্ঞতা সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি করা।
সাধারণ জনগণের অভিযোগকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করা।
দুদক জানায়, প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন ও প্রতিরোধে নিয়মিতভাবে এমন গণশুনানির আয়োজন অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :