গাজীপুরের কালীগঞ্জে জুয়ার আসর থেকে চার জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রোববার (২০ এপ্রিল) উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় চার জুয়ারিকে ফুলদী এলাকার ছাদেক খানের আম বাগান হতে তাস ও নগদ অর্থসহ চার জনকে আটক করা হয়েছে।
আসামীরা হলো উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী উত্তরপাড়া এলাকার মৃত আফসার উদ্দিন শেখের পূত্র মোঃ আব্দুল শেখ (৪১), মৃত সিরাজ উদ্দিনের পূত্র মোঃ গফুর শেখ (৬০), মোক্তারপুর ইউনিয়নের পোটান এলাকার কফিল উদ্দিনের পূত্র
মোঃ আমির হোসেন (৪৫), দেওপাড়া এলাকার বেলায়েত হেসেনের পূত্র সানোয়ার আল সানি ইফতি (২৫)।
আসামীদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৩/৪ ধারায় থানায় মামলা হয়েছে। মামলা নং ২৩(২০/০৪/২৫)।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, পুলিশের অভিযানে চার জুয়ারিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজকে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :