কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লার মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান।
সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন:
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন সরকার
কৃষি কর্মকর্তা কাজী ঈসমাইল
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা
অনুষ্ঠানে জানানো হয়, মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে উফশী আউশ ধানের উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, সরকার কৃষি খাতে টেকসই উৎপাদন বাড়াতে এই ধরনের সহায়তা কার্যক্রম গ্রহণ করছে, যাতে প্রান্তিক কৃষকরাও আধুনিক ও উন্নত পদ্ধতিতে চাষাবাদের সুযোগ পান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :