চুয়াডাঙ্গার দামুড়হুদায় কাঠের কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ আল মামুন (৩০) নামের এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়াবকরি গ্রামের বিশ্বাসপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল মামুন একই গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন কারখানায় ইলেকট্রিক মেশিনের মাধ্যমে কাঠ পালিশের কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে মেশিনটি বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। এতে মামুন সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ//চু.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :