লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতি আক্তারকে বর্বরভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী।
সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভোটমারী বাজার এলাকায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে শত শত মানুষ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও এলাকাবাসী ‘জান্নাতির হত্যাকারীদের ফাঁসি চাই’ স্লোগান দিতে থাকেন এবং নৃশংস এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুলিশের আশ্বাসে—খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে—বিক্ষোভকারীরা ধীরে ধীরে অবরোধ তুলে নেন এবং সন্ধ্যার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে সংহতি জানান ভোটমারী ও মদাতী ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, "একটি শিশু শিক্ষার্থীকে এভাবে হত্যা করা শুধু অমানবিকই নয়, এটি সমাজের জন্য হুমকি। আমরা চাই, অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়।"
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় ভোটমারী ইউনিয়নের শৈলমারী চরের বাসিন্দা ফজলুল হকের মেয়ে জান্নাতি আক্তার (১১), ভোটমারী এস.সি. উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, বাড়িতে একা থাকাকালে অপহৃত হয়। পরে দুর্বৃত্তরা তাকে পার্শ্ববর্তী তিস্তা চরের একটি ভুট্টাক্ষেতে নিয়ে হাত-পা ভেঙে, মুখে বালু ভরে শ্বাসরোধ করে হত্যা করে।
এই ঘটনায় পুলিশ ইতোমধ্যে প্রতিবেশী বেলাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে।
একুশে সংবাদ//লা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :