কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গনহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে দশটায় "গাজায় গনহত্যা বন্ধ কর" কর্মসূচি বাস্তবায়নে বাউফল সরকারি কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা ইসতিয়াক রসুল সোয়েব, রিয়াজ হোসেন, ইয়াসিন আরাফাত জিসান, মেহেদী হাসান ও মাহিন হোসেনসহ বাউফল উপজেলা এবং পৌর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
বাউফল সরকারি কলেজের সামনের সড়কে মাথায় সাদা কাপড় বেঁধে অবস্থান ও পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সক্রিয় কর্মী বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার মেধাবী ছাত্র পারভেজ এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বাউফল উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কালো ব্যাচ পরিধান করে মানববন্ধনে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :