AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে এসএসসি পরীক্ষা হলের সাত পরিদর্শককে বহিষ্কার, কেন্দ্র সচিবের অব্যাহতি


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৮:৪৬ পিএম, ২১ এপ্রিল, ২০২৫
সাভারে এসএসসি পরীক্ষা হলের সাত পরিদর্শককে বহিষ্কার, কেন্দ্র সচিবের অব্যাহতি

ঢাকার সাভারে এসএসসি পরীক্ষা চলাকালে নিয়ম লঙ্ঘনের অভিযোগে সাত পরিদর্শককে পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়া দায়িত্ব পালনে গাফিলতির কারণে কেন্দ্র সচিবকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) এসএসসির গণিত পরীক্ষা চলাকালে সাভার সাভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু বকর সরকার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, গণিত পরীক্ষা চলাকালে আ্যন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তিভিত্তিক সহকারী শিক্ষক এনাম আহম্মেদ ও আনিছ মোমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেনকে বহিষ্কার করা হয়।

এছাড়া দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মাহমুদ, গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নুপুর মল্লিক ও রাশিদা বেগমকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

অন্যদিকে দায়িত্ব পালনে গাফিলতির কারণে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র-২ এর কেন্দ্র সচিব এসএম রফিকুজ্জামানকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ারা আক্তারকে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বকর সরকার বলেন, কেন্দ্র সচিবের চিঠির জেরে প্রমাণ মেলায় ওই শিক্ষকদের পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষকরা এসএসসি পরীক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এছাড়া গাফিলতির কারণে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!