কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারী ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ জানায়, রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত চলা বিশেষ অভিযানে জেলার ১১টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে সদর থানায় ৭ জন, রাজারহাটে ২ জন, উলিপুরে ৩ জন, নাগেশ্বরীতে ১ জন, ফুলবাড়ীতে ৪ জন, ভূরুঙ্গামারীতে ৫ জন, চিলমারীতে ২ জন, রাজীবপুরে ২ জন, রৌমারীতে ১ জন, কচাকাটায় ২ জন এবং ঢুষমারায় ২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা নাশকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পরিকল্পনা ও সহায়তা সংক্রান্ত বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
ওসি বজলার রহমান বলেন, “চলমান বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে আইনের আওতায় আনতে কাজ করছে জেলা পুলিশ। ইতোমধ্যে ৩১ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান নিয়মিত চলবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :