পর্যটকদের সেবা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁওস্থ চা কন্যা মনুমেন্ট সংলগ্ন এলাকায় তথ্য কেন্দ্র ও বেস্ট ফিডিং রুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্য সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্থর কাজের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
ইউএনও মোঃ ইসলাম উদ্দিন জানান, পর্যটন নগরী শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উন্নয়ন এবং পর্যটকদের সেবা, নিরাপত্তা ও সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শ্রীমঙ্গলের প্রবেশ মুখে সাতগাঁও চা কন্যা ভাস্কর্য সংলগ্ন এলাকায় তথ্য কেন্দ্র ও বেস্ট ফিডিং রুমের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
এর আগে চলতি মাসের ৫ এপ্রিল ট্যুরিজম ভিলেজখ্যাত উপজেলার রাধানগর ও কালিঘাট চা বাগান এলাকায় ৯ কিলোমিটার সড়কজুড়ে ৪০ লাখ টাকা ব্যয়ে ১২৭টি স্ট্রিট লাইট (সোলার লাইট) স্থাপন করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :