AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরের কাউখালীতে খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৯:৫০ পিএম, ২১ এপ্রিল, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালী উপজেলার বাশুরী খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার (২১ এপ্রিল) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেলে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে কাউখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় আনুমানিক একদিন বয়সী নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

পরে কাউখালী হিজবুল্লাহ সমাজ কল্যাণ কাফেলার সহযোগিতায় সন্ধ্যায় লাশটি কাউখালী হাসপাতাল সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, “ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকটিকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতককে খালে ফেলে দেওয়ার মতো নির্মমতার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!