ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শ্রমিকদলের ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল আলম (পাভেল মন্ডল) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম।
কমিটিতে ইসলাম উদ্দিন মেম্বার, আনোয়ার হোসেন খোকন, তরিকুল ইসলাম তুতা মিয়া, ফজল মিয়া, মজিবর রহমান (ড্রাইভার), সবুজ মিয়া, আমিনুল ইসলাম, টিপু মিয়া, রবিউল আলম, এমদাদুল হক মিলন এবং খোরশেদ আলমসহ মোট ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ জেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহনের স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে উপজেলার ১০টি ইউনিয়নে শ্রমিকদলের ইউনিট কমিটি গঠন করে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :