কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া পশ্চিম রানাখড়িয়া এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন নারী ও এক শিশুকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকার বাড্ডা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নিখোঁজদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন—আবু দর রাজ্জাকের মেয়ে আফরোজা খাতুন (১৬), মো. রানার মেয়ে অথৈই খাতুন (১৭), মো. আরিফুল ইসলামের মেয়ে আনিকা খাতুন (২১) এবং আনিকার ছেলে মো. আনাস (১৯ মাস)।
মিরপুর থানা সূত্রে জানা গেছে, মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ ও এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পরিবারের অবহেলার শিকার হয়ে ঘর ছাড়েন এবং নিজেদের উপার্জনে স্বাবলম্বী হওয়ার আশায় এই পদক্ষেপ নেন। পরিবারের সদস্যদের চেতনানাশক মেশানো সেভেন-আপ পান করিয়ে রাতের আঁধারে তারা পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান,
“গতকাল অভিযোগ পাওয়ার পরপরই আমরা অনুসন্ধান শুরু করি। মিরপুর থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, গত রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে একই পরিবারের তিন নারী ও একটি শিশু নিখোঁজ হয়। পরিবারের সদস্যদের চেতনানাশক পান করিয়ে তারা বাড়ি ত্যাগ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :