বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের প্রস্তাবিত বিনিয়োগে নির্মিতব্য ১০০০ শয্যার একটি হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন জেলা শহরের ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী রনি সরকার, শামীম আল সাম্য, জিয়াউর রহমান সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “দেশের অন্যতম অবহেলিত জেলা গাইবান্ধা। এখানে কোনো কলকারখানা নেই, নেই পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ। উন্নত চিকিৎসা নিতে এখানকার মানুষকে রংপুর কিংবা ঢাকায় যেতে হয়, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তিকর। গাইবান্ধায় ১০০০ শয্যার হাসপাতাল স্থাপনের মতো পর্যাপ্ত সরকারি জমিও রয়েছে।”
তারা আরও বলেন, “বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল গাইবান্ধায় স্থাপিত হলে শুধু গাইবান্ধারই নয়, বৃহত্তর রংপুর অঞ্চলের লাখ লাখ মানুষ উপকৃত হবে। তাই অবহেলিত গাইবান্ধার উন্নয়নের স্বার্থে সরকারের প্রতি আমাদের জোর দাবি—প্রস্তাবিত মৈত্রী হাসপাতালটি যেন গাইবান্ধায় স্থাপন করা হয়।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :