বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে ঝালকাঠি সদর, নলছিটি ও কাঠালিয়া উপজেলায় ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ঝালকাঠি সরকারি কলেজের সামনে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে জেলা ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন। একইসাথে, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ও কাঠালিয়ার তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়।
নলছিটিতে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা গজল খলিফা, হিমেল রাকিব আহমেদ, রাতুল গাজী, জিয়া, সানি ও জিসান। তারা পারভেজ হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে আমরা রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের আশা করেছিলাম। কিন্তু পারভেজের মতো নেতাকে নির্মমভাবে হত্যা সেই আশাকে হতাশায় পরিণত করেছে।”
কাঠালিয়ায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম তুষার মুন্সী, কাঠালিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তালাশ আকন, এবং শৌলজলিয়া ইউনিয়নের সভাপতি খালিদ মুন্সী।
বক্তারা বলেন, “আমরা আর কোনো মায়ের কোল খালি হতে দিতে চাই না। পারভেজ হত্যার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও অস্থিরতা তৈরি হতে পারে।”
তাদের দাবি, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে সহিংসতার পথ পরিহার করতে হবে।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। কর্মসূচির শেষদিকে তারা সবাই একসাথে প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং স্লোগান দেন: “পারভেজ হত্যার বিচার চাই”, “নিরাপদ ক্যাম্পাস চাই”।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :